গ্রাম অঞ্চলের যে কোন উন্নয়ন কার্যক্রম,পরিকল্পনা প্রনয়ন,বাস্তবায়ন,মেরামত,নির্মান,সকল প্রকার কর্যক্রম প্রতি মাসে সভার মাধ্যমে গ্রহন করা হয়।প্রত্যেক মাসিক সভার সভাপতি থাকেন সম্মানীত নির্বাচিত ইউপি সদস্য এবং এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ। সকলের মতেই যে কোন সিন্ধান্ত চুডান্ত করা হয়।